January 25, 2022
27 °C Dhaka, Bangladesh

করোনায় মারা গেলেন আরও ৬ জন

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ১২০ জন। ১৩ জানুয়ারী সকাল ৮ থেকে ১৪ জানুয়ারী সকাল ৮ পর্যন্ত ৪ হাজার ৩৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। শুক্রবার (১৪ জানুয়ারী) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ। করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন এবং রাজশাহী বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন, সচেনতা বাড়ান:
Previous Article

বিশ্বনাথে প্রতিক পেলেন চেয়ারম্যান ৯ মেম্বার ৯৩ ও মহিলা মেম্বার ২৫

Next Article

মির্জা ফখরুল ইসলাম এর বাসায় সবাই করোনায় আক্রান্ত

You might be interested in …

দ্বিতীয় ব্যাচের মডেল মেডিসিন শপ প্রশিক্ষণের সফল সমাপ্তি :রূহুল্লাহ সিদ্দিকী

চট্রগ্রাম প্রতিনিধিঃ ফার্মাসী কাউন্সিল অফ বাংলাদেশ (পি.সি.বি), ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এবং ম্যানেজমেন্ট সাইন্সেস ফর হেল্থ (এম.এস.এইচ) এর সার্বিক সহযোগীতায় চাঁদপুর জেলায় মডেল মেডিসিনশপ স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের […]

টাঙ্গাইলের মধুপুরে কৃষি উপকরণ বিতরণ

আ: হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ ও সার বিতরণ অুষ্ঠান অনুষ্ঠিত হয়। খরিপ২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধানের হাইব্রীড ও উফশী জাতের বীজ […]

নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রসাশনের আয়োজনে আসন্ন ইউনিয়ন পরিষদ দনির্বাচনের আচরণ বিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে, জি এম ফুয়াদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই […]